নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ মার্চ ২০২৫

কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৫, ৩ মার্চ ২০২৫

কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই

ফতুল্লার কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার (৩ মার্চ) ভোরে ছিনতাই করার সময় জনতা তাদের হাতেনাতে আটক করে। 

স্থানীয়রা জানায়, কাশীপুর ব্রীজ এলাকায় ছিনতাই করার সময় জনতা এলাকার চিহিৃত মাদক বিক্রেতা ও ছিনতাইকারী জাহাঙ্গীর (৪৬), জাবেদ (৪০) ও ওসমান (৪২)। ছিনতাইকারীদের আটকের পরে গণধোলাই দিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে  ছবি ছড়িয়ে দেয়া হয়। 

ছবি দেখে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ছিনতাইকারী জাহাঙ্গীর (৪৬) কাশীপুর ওয়ারিশ সরদার বাড়ির মৃত ফজর আলীর ছেলে, জাবেদ একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে। এরা দুইজন সর্ম্পকে আত্মীয়। উভয়ে কাশীপুর ইউনিয়ন যুবলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির কর্মী। তাদেরকে রনির সঙ্গে মিছিল মিটিংয়ে দেখা যেতো। 
অপর ছিনতাইকারী ওসমানও পেশাদার ছিনতাইকারী। এর আগেও কয়েকবার সে জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়েছে বলে অভিযোগ রয়েছে। তবে আমাদের কাছে কোন অভিযোগ এলে আমরা আন্তরিকতার সাথে সর্বোচ্চ চেষ্টা করছি। ওই তিন ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটকের পরে ছেড়ে দিয়েছে।