নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় তিন অপহরণকারীকে পুলিশে দিলো জনতা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় তিন অপহরণকারীকে পুলিশে দিলো জনতা

ফতুল্লার পাগলায় গাড়ী ব্যবসায়ীকে  অপহরনকালে তিন অপহরনকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় অপহরনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার পাগলা বাজার ওয়ালটন শোরুম গলিতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- প্রাইভেটকার চালক ঢাকার দক্ষিণমুগদা ওয়াবদা গলির ৬/এ মৃত আব্দুল জব্বারের পুত্র প্রাইভেটকার চালক শাহাদাত (৪৬), ফতুল্লা থানার পঞ্চবটীর সেলিমের পুত্র হাসান(১৫) ও একই থানার দাপা ইদ্রাকপুরের মো শাহালমের পুত্র শাহরুখ(১৬)।

জানা যায়, পাগলা মুন্সিখোলাস্থ গাড়ী ব্যবসায়ী সাদিয়া এন্টারপ্রাইজের মালিক সাহাবুদ্দিন মোল্লা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত বারোটার দিকে পায়ে হেটে পাগলা বাজার আসে।

নদীর ঐ পাড়স্থ  পানঁগায়ে তার নিজ বাসায় যাওয়ার জন্য পাগলা ওয়ালটন গলি দিয়ে খেয়াঘাটের দিকে যাওয়ার সময় প্রাইভেট কারের সামনে যাওয়ামাত্র ৫-৭ জন অস্ত্রের মুখে জিম্মি করে সাহাবুদ্দিন মোল্লার সাথে থাকা তিন লাখ টাকা লুটে নিয়ে তাকে টেনে হিচড়ে প্রাইভেট কারে গাড়ীতে তোলার চেস্টা করে।

এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাইভেট কার চালক সহ তিনজনকে আটক করে ফেলে। তবে অপর দু-তিন জন লুটে নেওয়া তিন লাখ টাকা সহ অস্ত্র উচিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে দ্রূত বিচার আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া অপরাধীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।