নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৫, ১৩ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ 

ফতুল্লা ইউনিয়ন পরিষদর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নারায়ণগঞ্জের ফতুল্লায় শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সেলিম'র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রবিত্র চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাঈদ, ফতুল্লা ইউপির ১নং ওয়ার্ড সদস্য হাসমত আলী, ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন, ৩নং ওয়ার্ড সদস্য জাকির প্রধান, ৪নং ওয়ার্ড সদস্য কাজি মাঈনুদ্দিন ও ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য ফেরদৌসী অনাসহ ইউপির অন্যান্য কর্মচারিগণ।
 

সম্পর্কিত বিষয়: