বুধবার দুপুর থেকে রাত ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাও এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে রপ্তানীমুখী পোষাক কারখানা আরএস গার্মেন্টসের শ্রমিকরা পঞ্চবটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শ্রমিকদের দাবী ৫% থেকে বাড়িয়ে ৯% হাজিরা বোনাস ও নাইট বিল দিতে হবে। এ দাবী মেনে নিয়ে মালিককে কারখানা থেকে নেমে সড়কে এসে ঘোষনা দিতে হবে। নয়তো সেনাবাহিনী এসে সমাধান করে দিতে হবে। আর নয়তো সড়ক ছাড়বেনা শ্রমিকরা। অবশেষে সমাধান না পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবারো সড়ক অবরোধের ঘোষনা দিয়ে শ্রমিকরা সড়ক ছেড়ে বাসায় চলে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, দুপুর ৪ টা থেকে সদর ইউএনওসহ আমরা চেষ্টা চালাচ্ছি শ্রমিকদের সড়ক থেকে কারখানায় নিয়ে সমস্যার সমাধান করার জন্য কিন্তু শ্রমিকরা আমাদের কথা কোন ভাবেই শুনছেনা। সন্ধ্যা ৬টা বাজে শ্রমিকদের বুজালাম সড়ক ছেড়ে দিয়ে কারখানায় চলেন আলোচনা করে সমাধান করার চেষ্টা করি।
কিন্তু তারা কোন মতেই সড়ক ছাড়ছেনা। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করার পর জেলা প্রশাসনের উর্ধ্বতন অফিসাররা এসে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করেছেন। আশা করি সমাধান হবে।
আরএস কারখানার মালিক সোহেল সারোয়ার বলেন, আমাদের কারখানার বয়স ২৭ বছর। তিন হাজারের বেশি নারী ও পুরুষ শ্রমিক কাজ করেন। কখনো শ্রমিকদের ঠকায়নি। নির্ধারিত সময়ে বেতন দিয়েছি। এমাসেও নির্ধারিত সময়ে বেতন দিয়ে শ্রমিকদের বলে দেয়া হয়েছে বুধবার জাপানী বায়ার আসবে।
সকলে পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন। কিন্তু শ্রমিকরা বিদেশি বায়ারের সামনে উল্টো আচরন করলেন। তাদের দাবী দাওয়া থাকলে আমরা আলোচনা করে সমাধান করবো। সেটা না করে বায়ারদের সামনে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
এটা মনে করি পরিকল্পিত ভাবে আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করে দেয়ার পায়তারা করা হচ্ছে। বিদেশিরা যাতে মনে করেন এদেশে ব্যবসা বানিজ্য নিরাপদ নয়। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখার চেষ্টা করছি এবং ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে তাদের দাবী আইন অনুযায়ী মেনে নিবো।