ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. তানভীর রহমান (১৭) নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী তরুণ নিজে উপস্থিত হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১শ’ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, তার ভাতিজা আজমেরি ওসমান, তার ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপু সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সরকারী তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন। এরপর তিনি অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে বর্তমানে সুস্থ হয়েছে। সেই সাথে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামিদের তালিকা :
১. শেখ হাসিনা,
২. এ কে এম শামীম ওসমান,
৩. অয়ন ওসমান,
৪. এ কে এম সেলিম ওসমান,
৫. আজমেরী ওসমান,
৬. শাহ নিজাম,
৭. জাকিরুল আলম হেলাল,
৮. শাহাদাত হোসেন সাজনু,
১ তানভীর আহমেদ টিটু (শামীম ওসমান এর শ্যালক),
১০. এহসানুল হক নিপু (শামীম ওসমান এর শ্যালক),
১১. লিমন (আজমেরী ওসমানের সহযোগী),
১২ জোয়ান শাকিল (আজমেরী ওসমানের সহযোগী),
১৩. ঘুমন (আজমেরী ওসমানের সহযোগী),
১৪. নাসির (আজমেরী ওসমানের সহযোগী),
১৫. হার্জী বজলুর রহমান রিপন (হাজী রিপন), জাতীয় পার্টি ও পরিবহন শ্রমিক লীগ নেতা, ঠিকানা: হীরা কমিউনিটি সেন্টার, ধোপাপাট, জামতলা,
১৬. সালেহ রহমান সীমান্ত (স্বকী হত্যাকান্ড সাথে জড়িত আসামী), পিতা হাজী বজলুর রহমান রিপন (হাজী রিপন), ঠিকানা: হীরা কমিউনিটি সেন্টার, ধোসাপট্টি, আমতলা,
১৭. ইমতিয়াজ রহমান রাদ্দি, পিতা হাজী বজলুর রহমান রিপন (যাত্রী রিপন), ঠিকানা: হীরা কমিউনিটি সেন্টার, ধোপাপট্টি, জামতলা, খাত্রলীগ কর্মী, মোবাইল: ০১৭৮৪-০২৬১৬৩,
১৮. ওয়াচিব আহমেদ অনন্ত (তানভীর আহমেদ টিটুর শ্যালক), দ্বাত্রলীগ নেতা, ঠিকানা: জামতলা,
১৯. মোঃ জনি, ঠিকানা, জামতলা,
২০. সাংবাদিক রাজু আহমেদ (ডিবিসি নিউজ), যুবলীগ নেতা,
২১. মো: সনদ, ঠিকানা, আমতলা, ছাত্রলীগ কর্মী,
২২. মেহেদী, ঠিকানা জামতলা, দ্বাত্রলীগ কর্মী,
২৩. মাহফুজ হোসেন জিসাদ, পদবী: সভাপতি, জয় বাংলা ক্লাব, ঠিকানা: জামতলা (শামীম ওসমান এর পশুর বাড়ির পাশের বাড়ি),
২৪. মো: ফারুক শেখ, (আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী), ঠিকানা: রাতুল মটরস, উত্তর মাসদাইর, মোবাইল: ০১৯৭১-০০০০২০,
২৫, আব্দুল্লাহ আল দ্রিজন, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সহযোগী), পিতা: মো: আসলাম, ঠিকানা, নিউ বাধন কমিউনিটি সেন্টার, মাসদাইর, নারায়ণগঞ্জ, মোবাইল: ০১৮৮৬-৭৪৩৯৬৯,
২৬. মাহামুদুল কামাল রবিন, (শাহ নিজাম এর সহযোগী ও যুবলীগ কর্মী), পিতা: মো: মোস্তফা কামাল, ঠিকানা: রামারবাগ এলাকা, ফতুল্লা,
২৭. সাকলাইন হোসেন (অয়ন ওসমান এর সহযোগী ও মাদক ব্যবসায়ী), শদবী: দ্বাত্রলীগ কর্মী, ঠিকানা: - বাবুরাইস, ০১৭১৮-৮৯২০২৭,
২৮, মো. সোহেল, পদবী: (কাউদ্দিসর মতিউর রহমান মতির সহযোগী ও যুবলীগ কর্মী), পিতা: আব্দুল মান্নান, মাতা: ভাতেমা বেগম, ঠিকানা হাজী ব্রাদার্স রোড, রউচ্চ টাওয়ার, আমতলা, নারায়ণগঞ্জ, ফোন: ০১৯২৬-৬০৬০২৩,
২৯. মো. নাঈম (অয়ন ওসমান এর সহযোগী), পিতা মো: পান্নাউল্লাহ, ঠিকানা: আমাজনগর, ফতুল্লা নারায়ণগঞ্জ, মোবাইল: ০১৮৩৭-৮৭০১০৮, ০১৬৭০-২৩৫০৪৬,
৩০ মো: আকাশ (আকাশ এন্টারপ্রাইজ এর মালিক), দ্বাত্রলীগ নেতা, পিতা: মো: করিম, ঠিকানা কলেজ রোড মোর, রূপায়ন বিল্ডিং এর পাশে দোকান, ফোন: ০১৮১৯২৯৯৫৩১,
৩১. মো: আবুল হোসেন, (আওয়ামী লীগ নেতা), পিতা: টি হোসেন মোল্লা, ঠিকানা আমলাপাড়া, নারায়ণগঞ্জ,
৩২. মো: শামীম রেজা (আওয়ামীলীগ নেতা), পিতা: মৃত আমজাদ হোসেন, ঠিকানা এসি.ধর, সড়ক, কালির বাজার, নারায়ণগঞ্জ,
৩৩. হুসেইন মোহাম্মদ রাসেল, পিতা-মৃত মো: জহির হোসেন, নিতাইগঞ্জ, পদবী: সভাপতি, আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ, নারায়ণগঞ্জ জেলা,
৩৪. হামদান উর রহমান গায় পদবী: সভাপতি, আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ, নারায়ণগঞ্জ জেলা, পিতা- ভুইয়া, সাত্তার ভূইয়া টাওয়ার, আল্লামা ইকবাল রোড, নারায়ণগঞ্জ,
৩৫. আবদাল ওয়ারিশ আবির (এ কে এম সেলিম ওসমান এর ঘনিষ্ঠ কর্মী), পদবী: যুবলীগ নেতা, ঠিকানা: মোল্লা নীট ফ্যাশন, ফতুল্লা, নারায়ণগঞ্জ,
৩৬. মো: সোহান, ছাত্রলীগ কর্মী, ঠিকানা: উত্তর চাষাড়া,
৩৭. ম্যাকলিন, দ্বাত্রলীগ কর্মী, ঠিকানা: উত্তর চাষাড়া,
৩৮. সুলতান শওকত ওমর (ত্বকী হত্যাকান্ড সাথে জড়িত আসামী-আজমেরী ওসমান এর ঘনিষ্ঠ সহযোগী), পিতা: মৃত সোহরাব হাজী, ঠিকানা: পান্ট্র রেল গেইট, চেম্বার রোড,
৩৯. সামশুর রহমান সফি (সঙ্গর রহমান), পদবী: সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর মস্বেদ্দাসেবকলীগ, পিতা হাজী শহিদুল্লাহ, ঠিকানা, দেওভোগ,
৪০. কাউন্দ্ন্সিলর মতিউর রহমান মতি (শামীম ওসমানের সহযোগী), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
৪১. ফয়েজউদ্দিন আযমেদ লাভলু (অয়ন ওসমানের শশুর), পিতা: মৃত খোকা মহিউদ্দিন, ঠিকানা: গুলশান ভিলা, মাসদাইর,
৪২. সেফাইন হোসেন, ছাত্রলীগ কর্মী ও স্বকী হত্যাকান্ড সাথে জড়িত আসামী সালেহ রহমান সীমান্ত এর ঘনিষ্ঠ সহযোগী, ঠিকানা: কলেজ রোড, নারায়ণগঞ্জ,
৪৩. আহমেদ কাউসার, (অয়ন ওসমানের সহকারী সচিব), ঠিকানা: নলুয়াপাড়া, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ,
৪৪. শাহরিয়ার বাজি, (অস্ত্র ব্যবসায়ী, অয়ন ওসমানের সহযোগী এবং কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগ্নে), ঠিকানা: সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
৪৫. শাহ ফয়েজউল্লাহ ফয়েজ, (আততায়ীর গুলিতে নিয়ত নুরুল আমিন মাকসুদের শ্যালক ও যুবলীগ নেতা), ঠিকানা: কলেজ রোড মোর, রূপায়ন এস বেইলী সংলগ্ন,
৪৬. মো: জুয়েল হোসেন, সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ, (মৃত গোলাম সারোয়ার এর ভামে),
৪৭. শেখ ওয়ালিদ বিন খালিদ, (মাদক ও অস্ত্র ব্যবসায়ী, আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগ নেতা ওমর খৈয়াম চঞ্চল এর ভাতিজা), ঠিকানা: শীতলঙ্কা হাউজিং, বরফকল, খানপুর, নারায়ণগঞ্জ,
৪৮. ওমর খৈয়াম চঞ্চল, (যুবলীগ নেতা ও একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী), ঠিকানা: বরফকল, নগর খানপুর, নারায়ণগঞ্জ,
৪৯. আল-আমিন, পিতা: মো: তোফাচ্ছল হোসেন, মাতা: রেহেনা বেগম, ঠিকানা: হরিহরপাড়া, এনায়েত নগর,
৫০. দেলোয়ার প্রধান, পিতা হারেছ আলী প্রধান, ঠিকানা: মাধবপাশা, কলাযাদ্দিয়া, বন্দর,
৫১. তানভীর আহমেদ অমি, পিতাঃ সালাউদিন সান্টু, সাং- ১০৩, নলুয়া রোড, নারায়ণগঞ্জ,
৫২. মিঠু, পিতা- মৃতঃ আহসানউল্লাহ, নলুয়া পাড়া, নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ,
৫৩. ডিশ হৃদয়, পিতা- অজ্ঞাত, মাতা- মরহুমা ঊষা, সাং- নয়াপাড়া, নারায়ণগঞ্জ। (ডিশ বাবু ও খানপুরের যুবলীগ ক্যাডার বোটকা লিটনের সহযোগী),
৫৪. করিম, পিতা-অজ্ঞাত, আজমেরী ওসমানের সহযোগী, সাং- অক্টো অফিসের মোড়ে মাসদাইর শেরে বাংলা রোডে গ্যারেজ, নারায়ণগঞ্জ,
৫৫. অভিজিৎ সাহা, পিতা- অজিত সাহা, প্রেসিডেন্ট রোড, নারায়ণগঞ্জ। (আজমেরী ওসমানের মূত্রদ্দায়ায় ডাইলপট্টি এলাকার ব্যবসায়ীদের মাঝে প্রভাব বিস্তারকারী),
৫৬. জামিল আহমেদ, পিতা- আব্দুল মতিন বাবু, সাং-১০৩ নলুয়া রোড, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ। (অয়ন ওসমানের শশুড় লাভলুর প্রভাবে নিতাইগঞ্জে প্রভাব বিস্তারকারী সন্ত্রাসী),
৫৭ সালাউদ্দিন (৫৫), পিতা- মৃত: গনি, গ্রাম: খিলগাঁও, পোঃ: পূবাইল (১৭২১), থানা: পূবাইল মেট্রো, ৪১নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন (আওয়ামী লীগ নেতা),
৫৮. শাহীন মিয়া (৩৫), পিতা- মৃত: সোলাইমান, গ্রাম: খিলগাঁও, পোঃ: পূবাইল (১৭২১), থানাঃ পূবাইল মেটো, ৪১নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর (আওয়ামী লীগ নেতা),
৫৯. শুকুর আলী (৩৫), পিতা: সুলতান উদ্দিন, গ্রাম: খিলগাঁও, পোঃ: পূবাইল (১৭২১), থানা: পূবাইল মেট্রো, ৪১নং ওয়ার্ড গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর
৬০. সুমন পিতাঃ-আলাল উদ্দিন সাং গলাচিপা
৬১. আদেল পিতাঃ মেজবাহ উদ্দিন গাং আমতলা ৬২. সাগর পিতাঃ- মতি মিস্ত্রী মাং ১৬১১ গলাচিপা চেয়ারম্যান বাড়ী
৬৩. রাকিব পিতাঃ-রহিম সাং গলাচিপা রুপার বাড়ী
৬৪. দেবা রাদেল পিতাঃ-তোফাজ্জেল মাং গলাচিপা চেয়ারম্যান বাড়ী
৬৫. বিল্লাল হোসেন পিতাঃ-হাফিজ
৬৬. বারি পিতাঃ চিটার শাহআলম মাং গলাচিপা রুপার বাড়ী
৬৭. বিপ্লব পিতাঃ নান্নু মিয়া সাং গলাচিপা রুপার বাড়ী
৬৮. কুটি পিতাঃ-হানিফ পালোয়ান
৬৯. নাঈম গিতাঃ-আঃ জক্যার
৭০. মিরাজ পিতাঃ আঃ করিম
৭১. আবুল পিতাঃ- ওমর আলী
৭২. প্রায় পিতাঃ- লিটন
৭৩। রাব্বি পিতাঃ-সেন্টু মিয়া
৭৪. ঘুমন পিতাঃ-আঃ রহমান সাং গলাচিপা
৭৫. কালাম পিতাঃ-আঃ রহমান সাং গলাচিপা চেয়ারম্যান বাড়ী
৭৬. ইদ্রিস পিতা-তেয়ব আলী সাং মুসলিমনগর ফতুল্লা নারায়নগঞ্জ (হেলাল এর বর্ডিগার্ড)
৭৭. নিয়াজুল ইসলাম খান পিতা- অজ্ঞাত সভাপতি ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগ (শামীম ওসমানের ক্যাডার) মাং নেমারী
৭৮. রাতুল ইসলাম খান (আজমেরী ওসমান জুটি সন্ত্রাসী) পিতাঃ-অজ্ঞাত মাং চানমারী
৭৯. নিশাদ বোমা নিশাদ পিতাঃ-আতাউল্লাহ মাং মুদ্ধাপুর খানাঃ-বন্দর জেলা-নারায়নগঞ্জ
৮০. নিলুফা আক্তার (বন্দর উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদিকা) স্বামী:- আতাউল্লাহ সাং মুদ্ধাপুর থানাঃ-বন্দর জেলা-নারায়নগর
৮১. মাহফুজুর রহমান পিতা-সাইদুর রহমান যাং উত্তর মাসদাইর - ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক।
৮২. রফিকুল ইসলাম সেন্টু পিতাঃ-অজ্ঞাত সাং উত্তর মাসদাইর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফতুল্লা, নারায়নগঞ্জ,
৮৩. এ বি এম দেলোয়ার হোসেন, পিতা- মৃত তখিন উখিন মৃধা, সাং- মদিনাবাগ,
কদমতলী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। (শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সহযোগী),
৮৪. মো. আসল মামুন প্রধান, পিতা- মো: আফাজ উদ্দিন, সাং- কুতুবপুর, পোস্ট- কাঁচপুর, ধানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ,
৮৫. শরীফ উদ্দিন, পিতা- রাজ্জাক মোল্লা, * সাং- কালাপাহাড়িয়া, খানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ (আড়াইহাজার থানা কালাপাহাড়িয়া ইউনিয়নের শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সেক্রটারী),
৮৬. মোঃ বাদল, পিতা- রহমান মোল্লা, সাং- কালাপাহাড়িয়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ (যুগ্ম সাধারণ সম্পাদক, আড়াইহাজার উপজেলা যুবলীগ),
৮৭. সজীব, পিতা- রাজাক মোল্লা, সাং- কালাপাহাড়িয়া, খানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগত্র (যুগ্ম সাধারণ সম্পাদক, কালাপাহাড়িয়া ইউনিয়ন খাত্রলীগ),
৮৮. আশিক, পিতা- আফসার, (সন্ত্রাসী ওসমান পরিবারকে আর্থিক সহায়তাদানকারী), সাং- আফসার ভিলা, শেরে বাংলা সড়ক, মাসদাইর, খানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
৮৯. বাবু চন্দনশীল, পিতাঃ অজ্ঞাত, শামীম ওসমানের বন্ধু, সাং- চাষাড়া, নারায়ণগঞ্জ,
৯০. সুহৃদ, পিতা-অজ্ঞাত, জামতলা, নারায়ণগঞ্জ,
৯১. ইকবাল (আব্দুল করিম বাবু ডিশ বাবুর ভাই) পিতা-অজ্ঞাত, সাং-- শাহসূজা রোড, নারায়ণগঞ্জ,
৯২. এম. কে. রিযেন, পিতা-আব্দুল করিম বাবু (ডিশ বাবু), শাহসূজা রোড, নারায়ণগঞ্জ,
৯৩. মহসিন আহমেদ পপি, পিতা- মৃত মহিউদ্দিন মিয়া, সাং তামাক পট্টি, নারায়ণগঞ্জ,
৯৪. আব্দুল করিম বাবু, ডিশ বাবু, শামীম ওসমানের সহযোগী, পিতা- অজ্ঞাত, নারায়ণগঞ্জ,
৯৫. কামরুল হাসান মুন্না, পিতা-আমির হোসেন,- তামাকপট্টি, নারায়ণগঞ্জ,
৯৬. মুস্তাফিজ (৩৮), পিতা: মৃত এসহাক, মাউড়াপট্টি, চানমারি মাজার মসজিদের পেছনে বাসা, নারায়ণগঞ্জ,
৯৭. রিয়ন, কমিশনার মুল্লার চাচাতো ভাই, পিতা- মৃত মজু, তামাকপট্টি, নারায়ণগঞ্জ,
৯৮. মোঃ মোশাররফ হোসেন, পিতা- হাজি বদিউজ্জামান, সাং- ১৪২, নলুয়া রোড, নারায়ণগঞ্জ,
৯৯. মোঃ কামাল, পিতা- ফালান সর্দার, সাং- সৈয়দপুর ইউনিয়ন, গোগনগর,
১০০. মোঃ অনিক, পিতা- অজ্ঞাত, পাইকাপাড়া, নারায়ণগঞ্জ, মোবাইল:৭৭৯৬৮৯০০৪৪৪৩,
১০১. মোঃ কালাম, পিতা- অজ্ঞাত, রউফ টাওয়ার, জামতলা, নারায়ণগঞ্জ,
১০২. মোঃ ফারুক হৈাসেন রিপন, পিতা- আব্দুর রহমান, সাং- ২৭০ শহীদনগর, নারায়ণগঞ্জ,
১০৩, বাঁধন -পিতা আসলাম, লিচু বাগ, শুধাধন কমিনিউটি সেন্টার, নারায়ণগঞ্জ,
১০৪. ভাওয়াল রিপন, পিতা- অজ্ঞাত, নতুন পালদারা, নারায়ণগঞ্জ,
১০৫. রুবেল, পিতা- আমিনুল ইসলাম (আমিনুল সেক্রেটারি), নতুন পালপাড়া, নারায়ণগঞ্জ,
১০৬. মাশরুর আলম দিস্ত (আজমেরী ওসমানের সহযোগী), মোবাইল: ০১৭৪৩১১৮১৯০ পিতা: অজ্ঞাত, সাং- ক্লাব মার্কেট, নারায়ণগঞ্জ,
১০৭. ইশাক তনয় (আজমেরী ওসমানের সহযোগী), পিতা: অজ্ঞাত, ঠিকানা: ক্লাব মার্কেট, নারায়ণগঞ্জ,
১০৮. হাবিবুর রহমান রিয়াদ (ছাত্রলীগ সন্ত্রাস) তোলারাম কলেজের সাবেক ভিপি, পশ্চিম মাসদাইর,
১০৯. আশরাফুল ইসলাম রাফেল, জেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি, পশ্চিম মাসদাইর, নারায়ণগঞ্জ,
১১০. অতুল ভূইয়া, (আততায়ীর হাতে নিহত নূরুল আমিন মাকসুদের মেয়ের জামাই ও আজমেরী ওসমানের সহযোগী) পিতা: অজ্ঞাত, ঠিকানা: কলেজ রোড মোর, রূপায়ন এস বেইলী সংলগ্ন, নারায়ণগঞ্জ,
১১১. আব্দুল মমিন (৪৫), পিতা: মৃত আলী আকবর, সাং সানারপাড়, খানা- ফতুল্লা, নারায়ণগঞ্জ,