নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

যোগদানের ২০ দিনের মাথায়

ফতুল্লা মডেল থানার ওসি সোলেয়মান বদলি, নয়া ওসি শরিফুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লা মডেল থানার ওসি সোলেয়মান বদলি, নয়া ওসি শরিফুল

ফতুল্লা মডেল থানায় যোগদানের ২০ দিনের মাথায় বদলি করা হলো অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলেয়মান মাহামুদ কে। একই দিন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন শরিফুল ইসলাম।

এর আগে মো. সোলেয়ামন মাহমুদ ১০ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় অফিসার (ওসি) হিসেবে যোগদান করেছিলেন। শনিবার দুপুরে  এই বদলির আদেশ দেয়া হয়। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে বদলিকৃত ওসি মো. সোলেমান মাহমুদ থেকে দ্ধায়িত্ব বুজে নেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। 

এর আগে শরিফুল ইসলাম শরিয়তপুর জেলার পালং থানার চিকুন্দি ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি নারায়নগঞ্জ জেলা ডিবিতে যোগদান করেন। সেখান থেকে তিনি শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় যোগদান করেন। 

যোগদানে পরপর তিনি গন্যমাধ্যমকে জানান, অন্যায়ের সাথে তিনি আপোষ করবেন না। সর্বোচ্চ পুলিশ সেবা দেওয়ার চেস্টা করবেন।
 

সম্পর্কিত বিষয়: