নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় যুবদলের দুই নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লায় যুবদলের দুই নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

ফতুল্লার  কুতুবপুরের পাগলা পশ্চিম রেললাইন জামে মসজিদের কমিটি কে কেন্দ্র করে  যুবদল নেতা মিন্টু ও মহসিন এর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। 

তথ্যা মতে মসজিদের কমিটি বিলুপ্তি করা নিয়ে মসজিদের সভাপতি সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাশেদের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালায় এবং যুবদল নেতা মিন্টু ও মহসিন এর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করেন। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জুম্মার নামাজ শেষে এই হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতা মহসিন জানান দীর্ঘ ১৫ বছর ধরে পশ্চিম রেল লাইন জামে মসজিদের কমিটির সভাপতির পদ সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদকের পদ রাশেদ দখল করে রেখেছেন। 

এলাকাবাসীর প্রায় ৪০ জন তাদের কাছ থেকে মসজিদের আয় ব্যয়ের হিসাব ও কমিটি বিলুপ্ত করে সকলকে নিয়ে এটি সুন্দর কমিটি করার আহ্বান জানান। আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন সভাপতি সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাশেদ বাহিনী। 

জুমার নামাজের পর এলাকাবাসী ও মসজিদের সকল কমিটি বৃন্দ পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানান, এতে চড়াও হয়ে সভাপতি সাঈদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাশেদ।পরক্ষনিক  মসজিদের ভিতরে মিন্টু ও মহাসিন এর উপরে চরাও হয়, কথা কাটাকাটির একপর্যায়ে সাঈদ মোল্লা ও রাশেদ নেতৃত্বে মসজিদ থেকে বের হয়ে মহাসিন ও মিন্টুর উপরে সাইফ মোল্লা ও রাশেদ বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

পরবর্তীতে দফায় দফায় সাঈদ মুন্সী ও  রাশেদুলের নেতৃত্বে ২০-২৫ জনের  সন্ত্রাসী বাহিনী এ সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসিন ও মিন্টুর বাড়িঘরে হামলা চালায়। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
 

সম্পর্কিত বিষয়: