নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

iফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০১, ৪ সেপ্টেম্বর ২০২৪

iফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে একটি সাধারণ মৃত্যুকে হত্যা বলে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা শাসনগাঁও বিসিক ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সাধারণ মৃত্যুকে হত্যা বলে রাসেল মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলাকায় রাসেলের পরিবারের সুনাম রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল রাসেলকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে এবং নিজেদের আখের গোছাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

তাঁরা আরও বলেন, বিএনপির রাজনীতি করে দীর্ঘ ১৫ বছর অসংখ্য মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়ে কারাভোগও করেছে। এখন বিএনপির অনুপ্রবেশকারীরা রাজনৈতিক ভাবে রাসেলের সাথে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে এখন অপপ্রচার চালাচ্ছে। 

আমরা এলাকাবাসী রাসেলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।