নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ফতুল্লায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভুইগড়ে সড়ক দূর্ঘটনায় শাহা আলী ওরফে জীবন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।

রবিবার দিবাগত রাতের যে কোনো সময় ভূইগড় রুপায়ন টাউন সংলগ্ন লিংক রোড সড়ক পারাপারের সময় নারায়নগঞ্জ থেকে ঢাকাগামী অজ্ঞাত যানবাহনের চাকায় পৃস্ট হয়ে তিনি মারা যান।

রাত আড়াইটার দিকে জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থাসা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায। 

লাশ উদ্ধারের পর নিহতের নাম পরিচয় না পেলেও সোমবার সকালের দিকে নিহতের স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন। নিহত শাহা আলী ওরফে জীবন ফতুল্লা থানার কায়েমপুরস্থ মোঃ আবির মিয়ার পুত্র।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় নিহত শাহ আলী ওরফে জীবন দূর্ঘটনার শিকার হন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।