
বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ঈমামকে হাতকড়া পরিয়ে তার মালিকানাধিন বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা. সিম কার্ড ও মোবাইল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঈমাম আহসান হাবীব জানান, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে ঈমামতি করেন। মসজিদের পাশেই নূরে মোহাম্মদ ষ্টোর নামে তার একটি বিকাশের দোকান রয়েছে। মঙ্গলবার রাতে তিনি দোকানদারি করছিলেন।
রাত পোণে ৯ টার দিকে একটি সাদা রংয়ের হাইস গাড়িতে করে ৭/৮ জন লোক তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। পরে তাকে দোকান থেকে বাইরে আসতে বলে ২/৩ জন লোক দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানীর সিম কার্ড হাতিয়ে নেয়।
এক পর্যায়ে তারা তাকে জোর পূর্বক গাড়িতে উঠিয়ে হাতকড়া পরিয়ে বৈদ্যুতিক শক দেয় এবং বিকাশ লেনদেনের মোবাইল হাতিয়ে নিয়ে বিকাশ ও রকেট একাউন্ট থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তাদের একটি নম্বরে ক্যাশ আউট করে।
পরে তাকে হাত পা বেধে বন্দরের মালিবাগ এলাকার রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।