
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৩ জনের মধ্যে ২ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপরধৃতকে ৫৪ ধারায় বুধবার (২৩ এপ্রিল) দুপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকার মৃত আবুল হামিদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফারুক মিয়া (৩৩) ঘারমোড়া এলাকার রেজু হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাজির হোসেন (৩৫)। বন্দর থানার দেওলী বক্তারকান্দী এলাকার আল আমিন মিয়ার ছেলে চোর জাহিদুল ইসলাম (২৮)।