নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ এপ্রিল ২০২৫

বন্দরে গণধর্ষণের শিকার কিশোরী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৩, ১১ এপ্রিল ২০২৫

বন্দরে গণধর্ষণের শিকার কিশোরী

কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্দরে (১৬) বছরের এক কিশোরীকে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার কিশোরী অনলাইন ডেলিভারিম্যান বলে জানা গেছে।

এ ব্যাপারে শুক্রবার (১১ এপ্রিল) কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত মঙ্গলবার  (১ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় পুরান বন্দর চৌধুরীবাড়িস্থ জনৈক লক্ষি বাড়ি পিছনে ছাগল রাখার একচালা ঘরে ওই গনধর্ষনের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়ে অনলাইন ডেলিভারিম্যান হিসেবে কাজ করে। গত মঙ্গলবার (১ এপ্রিল) কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত ১১ টার দিকে বন্দর চৌধুরী বাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে টিপু সুলতান (২৬) একই এলাকার হাকিমের ছেলে সজিব হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুইজন মিলে নাসিম ওসমান মডেল স্কুল গেইটের সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়।

পরে জনৈক লক্ষি বাড়ি পিছনে ছাগল রাখার একচালা ঘরে নিয়ে মুখ ও হাত পা বেঁধে জোর পূর্বক ভাবে ৪ নরপশু ধর্ষণ করে পালিয়ে যায়  । 

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে দুই দিন আগে গত বুধবার অভিযুক্ত টিপু সুলতানকে অপহরণ করা হয়েছে বলে তার মা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এ অভিযোগেরও তদন্ত করছে।