নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ এপ্রিল ২০২৫

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা    

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৯, ১১ এপ্রিল ২০২৫

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা    

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বন্দরে বিভিন্ন এলাকায় দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে ঘারমোড়া ও চর ঘারমোড়া এলাকাবাসী আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসরায়েল ইসলামের শত্রু  তারা মুসলমানদের শত্রু। ইহুদিরা ফিলিস্তিনে গাজায় যে নৃশংস গনহত্যা চালিয়ে যাচ্ছে আমরা গনহত্যার র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর পাশাপাশি আমাদের দেশের ব্যবসায়ী ভাইদেন ও এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের সকল পন্য আমাদেরকে বয়কট করতে হবে। ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য বিশ্বের সকল মুসলমানরা এক জোট হয়ে ইসরায়েল আগ্রাসনকে রুখে দিতে হবে।

ঘারমোড়া  বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক  রমিজ উদ্দিন বুলেটের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সোয়াইব আহাম্মেদ সাকি, ঘারমোড়া নতুন জামে মসজিদের ইমাম ও খতিব  মুফতি আবুল কাশেম, ঘারমোড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সাঈদ, ঘারমোড়া পাক্কা জুম্মা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গাফফার, চর ঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি এম.এস কাউছার, চর ঘারমোড়া  জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি এহতেশাম বিন আনোয়ার প্রমুখ।

দোয়া পরিচালনা করেন দক্ষিন ঘারমোড়া সালামত উল্ল্যাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। দোয়া ও প্রতিবাদ সভায় ঘারমোড়া, চর ঘারমোড়া ও আলীনগরসহ বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার মুসল্লী ও সাধারন জনগন অংশ গ্রহন করেন। 
 

সম্পর্কিত বিষয়: