নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ এপ্রিল ২০২৫

বন্দরে রনি হত্যা মামলায় গ্রেপ্তারকৃতের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০২, ১০ এপ্রিল ২০২৫

বন্দরে রনি হত্যা মামলায় গ্রেপ্তারকৃতের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

বন্দর থানাধীন ১নং মাধবপাশা ও কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ রনি হত্যার মিথ্যা মামলায় গ্রেফতারকৃত হাজ্বী আব্দুল সাত্তার খন্দকার এর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে।  মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিমু আক্তার ও তার স্বামী সদ্য মৃত রনি তার বাহিনী মিলে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে।

এলাকাবাসীর পক্ষে এলাকার পঞ্চায়েত কমিটি ও ১নং মাধবপাশা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার খন্দকার (৫৮) এর নেতৃত্বে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে সর্তকতামূলক নানা প্রতিবাদ করে আসছে।

গত ৬ এপ্রিল তারিখে সিমু আক্তারের স্বামী মাদক ব্যবসায়ী রনি অপর আরেক ব্যবসায়ীদের হাতে খুন হয়। এতে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের না করে আমাদের এলাকার পঞ্চায়েত অভিভাবক হাজী আব্দুস সাত্তার খন্দকার এর বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করে।

যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত। তাই মিথ্যা মামলা প্রত্যাহার সহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান এলাকাবাসী।