
নকল মুক্ত পরিবেশে সারা দেশের ন্যায় বন্দর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষা/২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বন্দর উপজেলার ৫টি কেন্দ্রের ৮টি ভ্যানুতে সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা/২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়, সোনাকান্দা উচ্চ বিদ্যালয়, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এস এস সি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা/২০২৫ইং অনুষ্ঠিত হয়।
এবারের এসএসসি পরিক্ষায় সর্বমোট ৩৭৩৯ জন পরীক্ষার্থী মধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা ৩৭১১ পরিক্ষার্থী অংশ গ্রহন করে এবং বিভিন্ন কারনে ২৮ জন পরিক্ষার্থী অনুপস্থিত থাকে।
পরীক্ষা চলাকালিন সময়ে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বন্দরে বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।