
বন্দরে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মসজিদের ইমাম মুফতী ফারুকের বিরুদ্ধে।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বন্দর থানার কুড়িপাড়া খোদাইবাড়ি জামে মসজিদে এ চুরি ঘটনাটি ঘটে। এ দিকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঘটনাটি এলাকায় জানাজানি হলে এ নিয়ে উক্ত এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, গত ৪ মাস পূর্বে কুড়িপাড়া জামে মসজিদে ইমাম হিসেবেড়দ মুফতি ফারুককে নিয়োগ দেন মসজিদ কমিটি। সে মসজিদে নিয়োগ পাওয়ার পর এলাকার মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিশৃঙ্খরা সৃষ্টি করে।
তার মিথ্যাচারের কারণে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজকে সমাজচুত্য করা হয়। গত কয়েক দিন আগে সে রাতের আধারে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা বের করে ভোরেই পালিয়ে যায়। এদিকে মসজিদের পাশের বাড়ির সিসি ক্যামেরায় মসজিদের দান বাক্স ভাঙ্গার চিত্র ধারন হয়ে যায়।
পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এ নিয়ে আজ শুক্রবার মসজিদে বৈঠক অনুষ্ঠিত হবে।
এ ব্যপারে মসজিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাদল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলে আমাদের একটি ভুল হয়েছে। আমরা তার সিভি নিলেও তা যাচাই বাছাই করা হয়নি।