
বন্দরে ভারত থেকে আমদানিকৃত বিকল্প নেশা জাতীয় নিষিদ্ধ ওষুধ টাপেন্টা ট্যাবলেট বিক্রির দায়ে শিমু ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম লিটনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে সাথে প্রতিষ্ঠাটিকে ২০ হাজার টাকা জরিমানা করে ফার্মেসিটি সিলগালা করা হয়।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বন্দর বাজারের শিমু ফার্মেসীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রহিমা আক্তার ইতি।
সহকারি কমিশনার (ভুমি) রহিমা আক্তার ইতি জানান, গোপনে জানতে পারেন বন্দর বাজারে শিমু ফার্মেসীতে ভারতের তৈরী নেশা জাতীয় অবৈধ ওষুধ বিক্রি করা হচ্ছে। পরে তিনি ঘটনাস্থলে এসে দোকানে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় টাপেন্টা ট্যাবলেট জব্ধ করেন।
এ সময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফার্মেসীর মালিক মফিজুল ইসলাম লিটনকে ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদন্ড প্রদান করে। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে।
সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম লিটন বন্দরের আমিন আবাসিক এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।