
বন্দরে একটি মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি দোকান। এ সময় আগুন নেভাতে গিয়ে রাহিম (১৬) নামে এক যুবক আহত হয়। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কলাগাছিয়া সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ক্ষুদ্র মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে কমপক্ষে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা ও কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানে রক্ষিত নগদ সাড়ে ১০ লাখ টাকাসহ কমপক্ষ ২৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন।
জানা গেছে, বেলা ২টার দিকে হঠাৎ একটি চায়ের দোকানে অগ্নিকান্ড সংগঠিত হয়ে মুহূর্তে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় রুবেল মিয়ার ১টি চায়ের দোকান, নাসির মিয়ার ১টি কনফেকশনারি দোকান, মিন্টু মিয়ার ঔষধের দোকান ও নগদ ৯ লাখ টাকা , আলতাফ মিয়ার ১টি পান সিগারেটের দোকান ও ক্যাশে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা , দিগান্ত দাসের ১টি সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বন্দর ফায়ার সার্ভিসে কর্মরত বদরুল আলম জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বলা যাবে।