
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বুধবার (৯ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত বুধবার (৮ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মানিক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফয়সাল বাদশা (২৫) লাউসার এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৩৫) বন্দর সিরাজ দৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার মমিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল (৩৫) ও সালেহনগর এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে শাওন (৩০)।