
বন্দরে পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্য মাছুম (৪৩) নামে এক লেগুনা চালককে বেদম ভাবে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসী রাসেল ও ফয়সাল গং।
এলাকাবাসী আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খানপুর হাসপাতালে প্রেরণ করে। আহত মাছুম বন্দর কোর্টপাড়া এলাকার মৃত ইদ্রিস ছেলে।
গত বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টায় বন্দর রেললাইন বাস স্ট্যান্ডস্থ পাঁকা রাস্তার উপরে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত লেগুনা চালকের স্ত্রী নাছরিন বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে হামলাকারি সন্ত্রাসী রাসেল ও তার ভাই ফয়সালের নাম উল্লেখ্যসহ আরো ৫/৭ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদিনী স্বামী লেগুনা চালক মাছুমের সাথে একই এলাকার বুইট্টা আবুলের ছেলে স্থানীয় সন্ত্রাসী রাসেল ও ফয়সালগং এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টার সময় স্থানীয় সন্ত্রাসী রাসেল ও ফয়সালসহ অজ্ঞাত নামা ৫/৭ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে বাদিনী স্বামী লেগুনা চালককে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে নগদ ৫ হাজার টাকা নিয়া যায়। এছাড়াও ১টি বাটন ফোন ভাংচুর করে ১ হাজার ৫০০ টাকার ক্ষতি সাধন করে।
এলাকাবাসী জানিয়েছে, গত ৫ আগস্টের পর থেকে বন্দর কোর্টপাড়া বুইট্টা আবুলের ২ ছেলে রাসেল ও ফয়সাল বেপরোয়া হয়ে উঠে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য উল্লেখিত ২ ভাই মহানগর বিএনপি নেতা এড. শাখাওয়াত হোসেনের সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালিয়ে আসছে।
রাসেল ও ফয়সালের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।