নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৬ মার্চ ২০২৫

বন্দরে গাঁজা বিক্রি কালে নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৯, ২৪ মার্চ ২০২৫

বন্দরে গাঁজা বিক্রি কালে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে মাদক বিক্রি করার সময় ২৫০ গ্রাম গাঁজাসহ দীপা(৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত নারী মাদক ব্যবসায়ী দীপা বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর সুইপার কলোনী এলাকার আলী মিয়ার স্ত্রী।

মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মো: শহিদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৬(৩)২৫।ধৃতকে সোমবার (২৪ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২৩ মার্চ) বিকেলে উল্লেখিত কলোনীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী দীপা দীর্ঘ দিন ধরে সুইপার কলোনী এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  

সম্পর্কিত বিষয়: