
বন্দরে যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে ৩ কেঁজি গাঁজাসহ নজরুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
ধৃত মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সুদূর খাগড়াছড়ি জেলার দিঘানালা থানার সুপারী বাগান এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নাল আবেদীন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৩)২৫।
ধৃত মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় বন্দর থানার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী চট্রমেট্রো ব ১১-০৭৮২ নাম্বার যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।