
বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন বন্দর উপজেলার নেহার সরদারেরবাগ এলাকার রবিউল মিয়ার ছেলে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মো: শরীফ হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৩(৩)২৫।
ধৃতকে শনিবার (২২ মার্চ) দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে শনিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার নেহাল সরদারেরবাগস্থ ধৃত মাদক ব্যবসায়ী বসত ঘরে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন দীর্ঘ দিন ধরে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।