নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৩ মার্চ ২০২৫

বন্দরে অবৈধ কয়েল কারখানায় অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:২১, ২২ মার্চ ২০২৫

বন্দরে অবৈধ কয়েল কারখানায় অগ্নিকান্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  

বন্দরে  একটি অবৈধ কয়েল কারখানায় কাঠ পোড়ানো ডায়ার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের ২ ইউনিট  দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  

শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে শ্রীরামপুর এলাকায় অবস্থিত  জমজম নামে কয়েল ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদ চৌধুর বলেছেন, কয়েল ফ্যাক্টরীর কর্মচারীদের অবহেলায় এ অগ্নিকান্ড ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান,  শ্রীরামপুর- কাজিপাড়া সড়কের মোড়ে কয়েল ফ্যাক্টরি হঠাৎ আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের  দোকানপাট ও বাড়ি ঘরে। আতঙ্কে প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে এদিক ওদিক  ছুটাছুটি শুরু করে।  

পরে এলাকাবাসী নিরুপায় হয়ে  বিদ্যুৎ অফিস ও  ৯৯৯ কল দিয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের জাহিদ চৌধুরীর নেতৃত্বে ২ টি ইউনিট ঘটনাস্থলে   দ্রুত সময়ের মধ্যে উপস্থিত হন।

জমজম কয়েল ফ্যাক্টরীর মালিক আমির হোসেন জানান, কারখানায় মজুদ কয়েল সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।  ডায়ার থেকে আগুন ছড়িয়ে পড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে অনেক দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।