
বন্দরে তারাবি নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আব্দুল আহাদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ছাত্র আব্দুল আহাদ বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের লক্ষারচর উত্তরপাড়া এলাকার দিদার হোসের ছেলে। সে বিশ্ব নবী (সাঃ) ইসলামিয়া মাদ্রাসার ৮ম শ্রেণী ছাত্র।
এ ব্যাপারে নিখোঁজের পিতা বাদী হয়ে বুধবার (১৯ মার্চ) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ১০১০ তাং- ১৯-৩-২০২৫ইং।
এর আগে গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে বন্দর থানার মদনগঞ্জস্থ আল ফালা সিটি জামে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে ওই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে সন্ধান পাওয়া জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।