
বন্দরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫৯) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১২ মার্চ) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বন্দরের বাগবাড়ি এলাকার মৃত গফুর মিয়ার ছেলে। এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন ।
কিশোরীর বাবা জানান, আনোয়ার হোসেন তার মেয়েকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে মঙ্গলবার তার ভাড়া বাসায় নিয়ে যায় । এরপর দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।