নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ মার্চ ২০২৫

বন্দরে সৎপুত্র কর্তৃক পিতা জখম  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৮, ১১ মার্চ ২০২৫

বন্দরে সৎপুত্র কর্তৃক পিতা জখম  

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  নিরিহ পিতাকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে পাষান্ড সৎ ছেলে সবুজের  বিরুদ্ধে।  মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে নির্যাতিত পিতা রমজান মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে পাষান্ড সৎপুত্র বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী সবুজ আমার সৎ ছেলে। তার বয়স ৫ বছর থাকা কালিন সময়ে তার মাকে আমি ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করি। তারপর থেকে সবুজকে আমি লালন পালন করে বড় করে তুলি। সে আমার কাছ থেকে হোসিয়ারী ব্যবসা করার জন্য টাকা নিয়ে উক্ত ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে।

 বিষয়টি আমি টের পেয়ে সৎ ছেলে সবুজকে মাদক ব্যবসা না করার জন্য বাধা নিষেধ করি। এ ঘটনার জের ধরে সৎ ছেলে সবুজ বিভিন্ন সময়ে আমাকে নানা ভাবে অত্যাচারসহ জোর জুলুম চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতা মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টায় সৎ ছেলে সবুজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে অকথ্য ভাষায়  গাডলাগালি করে।

ওই সময় আমি সৎ ছেলে সবুজকে গালাগালি করতে বাধা নিষেধ করলে ওই সময়  পাষান্ড ছেলে সবুজ আরো বেশি ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি চড় থাপ্পর ও কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। 
 

সম্পর্কিত বিষয়: