নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ মার্চ ২০২৫

বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিন ব্যাপী বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলাস্থ উল্লেখিত ফ্যাক্টরী প্রাঙ্গনে এ ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত হয়।

ফ্যাক্টরী ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন উল্লেখিত প্রতিষ্ঠানের এমডি শফিকুল ইসলাম সরকার, পরিচালক ইসহাক খান, পরিচালক ফারহানা এইচ সরকার ও ইডি  মাসুম বিশ্বাস, উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ হাফিজুর রহমান ও ডিজিএম এ,কে,এম সোহেল রানা প্রমুখ। ফ্যাক্টরী ডে অনুষ্ঠানে মালিক ও শ্রমিকদের  মিলন মেলা ঘটে।  অনুষ্ঠানে ফ্যাক্টরী মালিক শ্রমিকসহ তাদের পরিবারের সদস্যরা সারা দিন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে দিনটিকে স্মরনীয় করে রাখে।

সম্পর্কিত বিষয়: