নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ ফেব্রুয়ারি ২০২৫

তরুন সমাজকে মাদক মুক্ত রাখতে হবে : আবুল কাউছার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

তরুন সমাজকে মাদক মুক্ত রাখতে হবে : আবুল কাউছার  

বন্দরে কান্দিপাড়া GEN-Z প্রীতি ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি বক্তব্যে ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা তরুন সমাজ ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা সবাই যেন মাঠ কেন্দ্রিক হই। আমাদের সমাজের কিছু শত্রু আছে তারা চিহৃিত।

আর কিছু শত্রু আছে তাদেরকে দেখা যায় না। যে শত্রুকে দেখা যায় আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। আর যে শত্রুকে দেখা যায় না আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না। আমাদের  সমাজটাকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুন সমাজকে মাদক মুক্ত রাখতে হবে। এ জন্য পাড়া মহল্লায় বেশি বেশি করে খেলার আয়োজন করতে হবে।

কান্দিপাড়া এলাকার সমাজ সেবক মোঃ জামান খাঁ সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জামান প্রধান, একই ইউনিয়ন পরিষদের  ৩ নং ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সেলিম, সেচ্ছাসেবক দল নেতা পাপ্পু আহাম্মেদ, যুবদল নেতা হুমায়ন কবির ও শান্তিনগর নৌযান শ্রমিক দল নেতা মাকসুদুল রহমান জুয়েল প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক হারুন প্রধান ও বিএনপি নেতা মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।#

সম্পর্কিত বিষয়: