নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরের উত্তরাঞ্চলে চোরের উপদ্রব বৃদ্ধি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরের উত্তরাঞ্চলে চোরের উপদ্রব বৃদ্ধি

বন্দরে উত্তরাঞ্চলে চোরের উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার গভীর রাতে একটি কোম্পানীর ৬০ লাখ টাকার মামলামাল চুরি হয়েছে। পবিত্র শব-ই-বরাত রজনীতে যখন মুসল্লীরা এবাদতে মসগুল আর এসুযোগে চোরের দল বন্দরের কেওঢালায় ভূইয়া টিম্বারের মালামাল খুলে চুরি করছিল।

এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা একটি ৫০ ঘোরা মটর ফেলে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া মটর উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে হস্তান্তর করেন।

মিল মালিক জানান, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত এ মিল থেকে ৬০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। একটি সঙ্ঘবদ্ধ  চোরের দল   মিলের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। স্থানীয় কিছু চোরের বিরুদ্ধে আদালতে মামলাও দেয়া হয়েছে। চোর সিন্ডকেটের সদস্যরা হলো সাইফুল, রিপন, মোবারক, আবু তাহের, জামাল ও মোসলেউদ্দিন।

এ ব্যপারে ধামগড় ফাড়ি পুলিশে সহকারী দারোগা কামাল বলেন, আমরা টহল ডিউটি করার সময় কেওঢালা ভূইয়া টিম্বারের অভ্যন্তরে কিছু মালামাল খুলার আওয়াজ পেয়ে আমরা মিলে প্রবেশ করতেই কয়েকজন লোক মালামাল ফেলে পালিয়ে যায়। তবে মিলটি বন্ধ ছিল।

চোরের দল মিল বন্ধ থাকার সুযোগে চুরি করতে মিলে প্রবেশ করেছে। তবে মিলের অনেক মামলামাল চুরি হয়েছে তা ভিতরে গিয়ে তার প্রমাণ পাওয়া যায়। আমরা মিল থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির মটর ফেলে যায়। আমরা মটরটি উদ্ধার করে মিল মালিক পক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘ দিন যাবত একটি চক্র বিভিন্ন মিল কারখানায় চুরিসহ মহাসড়কে ছিনতাই করে বেড়ায়। এ জন্য নাগরিকের জানমালের রক্ষার্থে যৌথ বাহিনীর টহল জোরদার করা জরুরী।#

সম্পর্কিত বিষয়: