নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ ফেব্রুয়ারি ২০২৫

বন্দর যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বন্দর যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে বরাত পালন

বন্দর যথা যোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মহান সৃষ্টিকর্তার রহমত লাভের আশায় বন্দরে বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসলমানরা তাদের নিজ নিজ মসজিদে ইবাদত বন্দেগী মাধ্যমে এ রাতটি পালন করেন।

সন্ধ্যা হওয়ার পর থেকেই বন্দরে বিশেষ করে কদম রসুল দরগা, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর শাহী মসজিদ, সোনাকান্দা কেল্লা জামে মসজিদ ও ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন পাড়া মহল্লার জামে মসজিদ গুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এ ছাড়াও কবর জিয়ারতের কথা চিন্তা করে  উল্লেখিত এলাকাসহ বিভিন্ন এলাকার কবরস্থান গুলোতে আলোকসজ্জা করা হয়।

উল্লেখ্য,  হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমাম্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।

ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগাসহ বিভিন্ন ইবাদতবন্দেগী করে থাকে।

সম্পর্কিত বিষয়: