নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক বন্দরে লিফলেট বিতরণ ও মিথ্যাচারের বিরুদ্ধে বিক্ষাভ মিছিল ও পথ সভা করেছে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলীসারদী, শুভকরদীসহ কলাগাছিয়া বাজার ঘুরে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত এক পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তারা বলেন, খুনী শেখ হাসিনা মানুষ হত্যা করে পালিয়ে গেলেও তার দোসরা এখন এদেশে ঘাপটি মেরে বসে আছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ লিফলেট বিতরণ করে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পট ভাষায় বলতে চাই গত ৫ আগষ্টের পর থেকে ফ্যাসিবাদীদের অনেক ছাড় দিয়েছে। দেশ নিয়ে কোন ষড়যন্ত্র করলে ষড়যন্ত্রকারি যেই হোক তাকে আর কানো ছাড় দেওয়া হবে না।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা দ্বীন ইসলাম, মোখলেস মাষ্টার,মোতালেব, শাহাদাত, আশাবুদ্দিন, সামছুজ্জামান স্বপন, কাউছার, সুজন, জাব্বার, কাউছার, সাইদুল ইসলাম শুভ, শ্যামল, আব্দুল্লা, এবাদুল্লাহ প্রধান, আজমুল প্রধান, লিটন প্রধান, মোক্তার হোসেন, আনোয়ার হোসেন ও মৎসজীবি দলের নেতা লিখন খান, সদস্য অলি আহাম্মেদ ও জাব্বার প্রমুখ।