নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০২ ফেব্রুয়ারি ২০২৫

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৫

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি

শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সদর নৌ থানা পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বন্দরে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাল্কহেড ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দেয়, যার ফলে নৌকাটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। নৌকাটিতে চালকসহ অন্তত নয়জন যাত্রী ছিলেন।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, নৌকাডুবির পর সকল যাত্রী সাঁতরে পাশের একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়। কয়েকজন নারী যাত্রীকে সাঁতরে নিরাপদে ভেসে উঠতে দেখা যায়। 
 

সম্পর্কিত বিষয়: