বন্দরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া কার্গো চাপায় ইয়াসিন আরাফাত (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
নিহত ইয়াসিন রাজধানীর যাত্রাবাড়ি শেখদী দনিয়া এলাকার আকরাম হোসেনের ছেলে। সে কেওঢালা এলাকায় অবস্থিত রহমান স্পোর্টস ওয়ার লিমিটেডের নির্মাণ শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০ টার দিকে ইয়াসিন আরাফাত রাস্তা পার পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লামিয়া মাইশা কার্গো সার্ভিস (ঢাকা মেট্রো ট ১৮-৫৯৫৫) একটি কার্গো চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ইয়াসিন।
পরে স্থানীয় লোকজন চালক রিয়াদ হোসেন (২৮)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।