বন্দরে বেপরোয়াগামী ট্রাক চাপায় অটো চালক আসাদ নিহতের ঘটনায় থানায় অজ্ঞাত চালকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নিহত অটো চালকের ছেলে মনির হোসেন বাদী হয়ে গত রোববার (১৯ জানুয়ারী) রাতে সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করে। যার মামলা নং- ২৫(১)২৫। নিহত আটো চালক আসাদ পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এর আগে রোববার (১৯ জানুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে বন্দর রেললাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদী মনির হোসেনের পিতা একজন অটোরিক্সা চালক। প্রতিদিনের ন্যায় গত রোববার (১৯ জানুয়ারী) ভোর ৬টা ২০ মিনিটে অটো চালক আসাদ মিয়া অটোরিক্সা নিয়ে বন্দর রেল লাইন বাসস্ট্যান্ড চার রাস্তার মোড়ে পৌছলে কয়লাঘাট থেকে মদনপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক ব্যাটারী চালিত অটোরিক্সার ডান পাশে বেপরোয়াভাবে স্বজোরে ধাক্কা দেয়। ওই সময় অটো চালক আসাদ মিয়া (৫৫) ব্যাটারী চালিত অটোরিক্সা হইতে ছিটকে সড়কের উপর পড়িয়া গেলে অজ্ঞাতনামা ট্রাকটি চালকের শরীরের উপর দিয়া চালিয়ে গেলে পেটের নাড়ি ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। র্দূঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।