বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উদ্যাগে ৩ দিন ব্যাপী চক্ষু পরীক্ষা সেবা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মোবাইল আই হসপিটালের পক্ষ থেকে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড়স্থ সাবেক চেয়ারম্যানের বাসভবনের সামনে এ চিকিৎসা সেবার সমাপনী অনুষ্ঠিত হয়।
রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, ছানি রোগী বাছাই ও চোখের যাবতীয় রোগের চিকিৎসা প্রদান করেন ফেলো মেডিকেল ও সার্জিক্যাল ভিট্রিও- রোটিনা সহকারি অধ্যাপক ডাঃ নাহাল মোস্তাক খাঁন অর্ণব।
চিকিৎসা সেবা প্রদান কালে উপস্থিত ছিলেন মোবাইল আই হসপিটালের এসিস্টেন এস.এম. ইশতিয়াক উদ্দিন সোমিক প্রমুখ।
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল গণমাধ্যমকে জানান, গত শনিবার সকাল ১০টা থেকে চক্ষু পরীক্ষার কার্যক্রম শুরু হয়। আজ সোমবার চক্ষু পরীক্ষার সমাপনি অনুষ্ঠিত হয়। গত ২ দিনে চক্ষু পরীক্ষার জন্য প্রচুর রোগী সমাগম ঘটে।