নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

বন্দরে লিজকৃত পুকুরের মাছ ধরে নিতে ইব্রাহিমগং’র অপতৎপরতা   

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩১, ৬ জানুয়ারি ২০২৫

বন্দরে লিজকৃত পুকুরের মাছ ধরে নিতে ইব্রাহিমগং’র অপতৎপরতা   

বন্দরে আদালতে চলামান মামলা উপেক্ষা করে রেলওয়ের লিজকৃত পুকুর থেকে মাছ ধরে নেওয়ার  অপতৎপরতা চালানোর অভিযোগ পাওয়া গেছে ইব্রাহিমগং বিরুদ্ধে । গত ২৫ ডিসেম্বর  বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ভূমিদৎসু ইব্রাহিমগং  বন্দর থানার পশ্চিম হাজীপুরস্থ পুকুরে লিজকৃত মালিকের অনুপস্থিতে ইব্রাহিমগং বেআইনি ভাবে রেলওয়ের লিজকৃত  পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে ওইদিনই পশ্চিম হাজীপুর এলাকার পুকুরের বৈধ লিজপ্রাপ্ত মালিক হাজী মোহাম্মদ হোসেন মিয়ার মেয়ে ও একই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী আফরোজা বাদী হয়ে আবুল কালামের ছেলে মোঃ ইব্রাহিম ও একই এলাকার রুহুল আমিনের ছেলে জীবনদ্বয়কে বিবাদী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উল্লেখিত বিবাদীগন বাদীর এলাকার প্রতিবেশি। বাদীর পিতা হাজী মোহাম্মদ হোসেন মিয়া আনুমানিক ৩০ বছর আগে রেলওয়ে থেকে একটি পুকুর লিজ নেয়। এই জায়গা নিয়ে অনেক দিন যাবত মামলা মোকদ্দমা চলোমান রয়েছে। তার সূত্র ধরে গত ২৩/১২/২০২৪ ইং তারিখ থেকে জায়গা দোখল করারা চেষ্টা করছে। 

গত ২৫ ডিসেম্বর বাদীর অনুপস্থিমিতে উল্লেখিত বিবাদীগন পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এই বিষয় নিয়ে কোর্টে মামলা চলমান আছে। উক্ত বিবাদীগণ কোর্টের আদেশ অমান্যকারী লোক। বাদী মাছ ধরতে নিষেধ করায় বিবাদীগন অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায় আলোপাথারি কিলঘুশি মেরে বাদীসহ স্বজনদের নিলাফুলা জখম করাসহ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়ভীতি দেখায়। 

বিষয়টি বাদীর নিকট আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে থানার এএসআই হাবিবুর রহমান তদন্ত কালে বিবাদীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে গেলেও পুকুর সেচে মাছধরার চেষ্ঠা করছে বিবাদী ইব্রাহিমগং। 
 

সম্পর্কিত বিষয়: