নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

বন্দরে টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপির কয়েকটি গ্রুপে উত্তেজনা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ৬ জানুয়ারি ২০২৫

বন্দরে টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপির কয়েকটি গ্রুপে উত্তেজনা 

বন্দরে রাস্তা নির্মান কাজের টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপির কয়েকটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ওই সময় উত্তেজিত বিএনপি নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে  বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরন ও সাধারন সম্পাদক লিটনকে উদ্দেশ্য করে আওয়ামীলীগের দালাল আখ্যা দিয়ে  গালিগালাজ করতে দেখা গেছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দর উপজেলা প্রাঙ্গনে এ  ঘটনাটি ঘটে।

উপজেলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে , বন্দর উপজেলা পরিষদের  কলাগাছিয়া ইউনিয়নের একটি রাস্তা নির্মানের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদে দরপত্র জমা নেওয়া হয়। দরপত্র জমা দেওয়ার জন্য ২৯ জন সিডিউল ক্রয় করে।

২৯ টি সিডিউলের  মধ্যে বন্দর থেকে ১৩টি ও শহর থেকে আরো ৪টি সর্বমোট ১৭টি দরপত্র টেন্ডারবাক্সে জমা পরে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা  বিএনপি নেতা হিরন ও লিটনকে দালাল আঁখ্যা দিয়ে অবাঞ্চিত ঘোষনা করে গালিগালাজ করতে দেখা গেছে।

ওই সময় হিরন ও লিটন সমর্থিত নেতাকর্মীরা পরিস্থিতি বেগতি দেখে কৌশলে উপজেলা পরিষদ থেকে সটকে পরে।
 

সম্পর্কিত বিষয়: