নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

বন্দরে নেট কর্মচারি আকাশকে অপহরনের চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১০, ৫ জানুয়ারি ২০২৫

বন্দরে নেট কর্মচারি আকাশকে অপহরনের চেষ্টার অভিযোগ

বন্দরে ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্ডের জের ধরে  এম ওয়ান নেট সার্ভিসের সিনিয়র টেকনিশিয়ান আকাশ (৩০)কে অপহরনে ব্যার্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।

এ ব্যাপারে ভুক্তভোগী আল আমিন হোসেন ওরফে আকাশ বাদী হয়ে রোববার (৫ জানুয়ারি) রাতে  স্থানীয় সন্ত্রাসী আলভী, বিজয়, সিয়ামের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বন্দর আমিন আবাসিক  ছায়ানূর হাসপাতাল সংলগ্ন নিজ বাড়ি থেকে জোর পূর্বক অপহরণের ব্যার্থ চেষ্টার ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর আমিন আবাসিক এলাকার মুক্তার হোসেন মিয়া ছেলে আল আমিন ওরফে আকাশ দীর্ঘ দিন ধরে জনৈক বাবলু সরকারে মালিকাধীন এম ওয়ান নেট সার্ভিসের সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ করে আসছে।

নেট ব্যবসা নিয়ে প্রতিষ্ঠানের মালিক বাবলু সরকারের সাথে  বন্দর বাজার এলাকার মন্টু মিয়ার সন্ত্রাসী ছেলে আলভী বন্দর বাবুপাড়া এলাকার মিজান মিয়ার বখাটে ছেলে বিজয় ও মাহামুদনগর এলাকার সিয়ামগং সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে গত ৩০ ডিসেম্বর সন্ত্রাসী আলভীসহ উল্লেখিত সন্ত্রাসীরা বন্দর থানাধীন শাহী মসজিদ নূরবাগ হইতে কোটোপাড়া পর্যন্ত ইন্টারনেট ক্যাবল, অনুর বক্স কেটে নিয়ে যাওয়ার  সময় কর্মচারি আকাশ বখাটেদের  বাধাপ্রদান করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আকাশকে নানা ভাবে  হুমকি প্রদান করে।

এ ঘটনার জের ধরে  গত শনিবার (৪ জানুয়ারি)  বিকাল সাড়ে ৪টায়  স উল্লেখিত সন্ত্রাসীরা বন্দর আমিন আবাসিক এলাকা সাকিনস্থ ছায়ানুর ক্লিনিক সংলগ্ন ভাড়া বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া কর্মচারি আকাশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ওই সময় আকাশ গালিগালাজ করতে নিষেধ করলে ১নং, ২নং, ৩নং বিবাদী সহ অজ্ঞাত ৪/৫জন বিবাদীরা আকাশকে অপহরণ করার  চেষ্টা করে। তখন আকাশের ডাক ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।###