নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

বন্দরে বিএনপি নেতা স্বপনকে হত্যার হুমকি আওয়ামীলীগ নেতার, থানায় অভিযোগ  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫৪, ৪ জানুয়ারি ২০২৫

বন্দরে বিএনপি নেতা স্বপনকে হত্যার হুমকি আওয়ামীলীগ নেতার, থানায় অভিযোগ  

বন্দরে সামাজিক উন্নয়ন কাজে নিয়ে বিরোধের জের ধরে  আওয়ামীলীগ নেতা হাজী শাহজাহান গং কর্তৃক কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপনকে হত্যার হুমকি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে ভুক্তভোগী বিএনপি নেতা স্বপন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (৩রা জানুয়ারি) সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় এ হুমকির ঘটনাটি ঘটে।

আওয়ামীলীগ নেতা শাহজাহান কর্তৃক বিএনপি নেতা স্বপনকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে,  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত কামাল মিয়ার ছেলে বিএনপি নেতা স্বপন মিয়া বুরুন্দী দক্ষিণপাড়া পঞ্চায়েত কমিটির সদস্য হিসেবে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করে আসছে।

এর ধারাবাহিকতা গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পঞ্চায়েত কমিটি সদস্য স্বপন বুরুন্দী ঈদগাহের গেইট নির্মান কাজ করতে গেলে ওই সময় একই এলাকার মৃত মনসুর আলী মিয়ার তিন ছেলে আওয়ামীলীগ নেতা হাজী শাহজাহান, শাহীন ভূঁইয়া ও হাজী জাকির হোসেন ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি সহ মারমুখী আচরন করে গেইট নির্মান কাজে বাধা প্রদান করে।

ওই সময় বিএনপি নেতা স্বপন এর প্রতিবাদ করলে  করলে  বদমেজাজী আওয়ামীলীগ নেতা হাজী শাহজাহান ভূঁইয়াসহ উল্লেখিতরা  ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা স্বপনকে হত্যার হুমকি প্রদান করে।