নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

বন্দরে যাত্রী সেঁজে অটোগাড়ী ছিনতাই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৬, ৪ জানুয়ারি ২০২৫

বন্দরে যাত্রী সেঁজে অটোগাড়ী ছিনতাই

বন্দরে শারীরিক প্রতিবন্ধী চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে জোর পূর্বক অটো ইজিবাইক ও নগদ টাকা ছিনিয়ে পালিয়েছে অজ্ঞাত  ছিনতাইকারীরা। গত শুক্রবার (৩রা জানুয়ারি) বন্দর থানার তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী অটো চালক সবুজ মিয়া হয়ে শনিবার (৪ জানুয়ারি)  দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনসহ ছিনতাইকৃত অটোগাড়ীটি সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন স্থানে উদ্ধার  অভিযান অব্যহত রেখেছে।

জানা গেছে, শহরের শহীদনগর এলাকার মন্নান সিকদারের ছেলে সবুজ একজন শারীরিক প্রতিবন্ধী ও ২ সন্তানের জনক। গত ৩/৪ মাস পূর্বে প্রতিবন্ধী সবুজ মিয়া জীবিকার তাগিদে ধারদেনা করে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি অটো ইজিবাইক ক্রয় করে নিজেই চালিয়ে আসছিল।

এর ধারাবাহিকতা গত শুক্রবার সন্ধায় ৭টায় শহরের শহিদনগর এলাকা থেকে অজ্ঞাত নামা এক পুরুষ ও এক মহিলা যাত্রী সেজে অটোগাড়ীটি ভাড়া করে বন্দর তালতলা এলাকায় নিয়ে আসে।

পরে অটোতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীসহ সেখানে উৎপেতে থাকা অজ্ঞাত ছিনতাইকারীরা উল্লেখিত  অটো চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ও হত্যার ভয় দেখিয়ে অটো ইজিবাইকসহ সারা দিনের রুজিকৃত নগদ ১২'শ টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।