বন্দর উপজেলার বৃহত্তম ইউনিয়ন হচ্ছে কলাগাছিয়া ইউনিয়ন । ইতিহাস ঐতিহ্যে কলাগাছিয়া বরাবরই অন্য ৪টি ইউনিয়নের চেয়ে ব্যতিক্রম। উপজেলা কিংবা সংসদ নির্বাচনে এই ইউনিয়নের ভোটের হিসেব থেকেই গোটা পাঁচ আসনের জয়-পরাজয় প্রতীয়মান করে থাকে অনেকে।
পাশাপাশি সবক’টি ইউনিয়নের তুলনায় উন্নয়নের ক্ষেত্রেও কলাগাছিয়া ইউনিয়ন যে এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখেনা। অবশ্য উন্নয়ন দৌড়ে কলাগাছিয়া এগিয়ে থাকলেও কিছু কিছু এলাকায় উন্নয়নের বিন্দুমাত্র স্পর্শও লাগেনি।
এমনি একটি মহল্লা ২নং ওয়ার্ডের আলীনগরের পুনাইনগর। প্রায় ৫শ’ পরিবারের বসবাস এই মহল্লাটিকে ঘিরে। এটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের লাগোয়া একটি মহল্লা।
বিগত সময়ে মহল্লাবাসীর দুঃখ-কষ্টে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সহযোগিতার প্রসারিত হলেও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের কোন সুদৃষ্টি অদ্যবাধি পরিলক্ষিত হয়নি বলে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা।
অপর এক বাসিন্দা একই শর্তে জানান, পুনাই নগরবাসীর চলাচলের জন্য একটাই রাস্তা। জনপ্রতিনিধিদের দৃষ্টিহীনতার কারণে এটি ৩ যুগ ধরে আলোর মুখ দেখছেনা। রাত-বিরাতে চলতে-ফিরতে অনেক কষ্টকর। জনপ্রতিনিধি একের পর এক পরিবর্তণ হয় কিন্তু রাস্তার কোন পরিবর্তণ দেখিনা। এইভাবে কি জীবন যাত্রা চলতে পারে।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি আমরা অনতিবিলম্বে রাস্তা চাই। আমাদের কাছ থেকে নাগরিকের সকল প্রকার ট্যাক্স নেয়া হয় কিন্তু ট্যাক্সের সুবাদে আমরা কেন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবো।