অবসরজনিত কারনে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ হাওলাদারকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ২টায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ বিদায় সংর্বধনা প্রদান করা হয়।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামান প্রধানের সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বশির আহম্মদের সঞ্চালনায় বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধানের পুত্র সোহান প্রধান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মোমেন কচি, ৮ নং ওয়ার্ডের মেম্বার মফিজুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার মহসিন, সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মায়া আক্তার শিখা, সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি বেগম, সংরক্ষিত ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শিউলি বেগমসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারিগন।