নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

বন্দরে ড্রেজারের পাইপ স্থাপনে বাধা দেয়ায় হামলা 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৬, ২৭ ডিসেম্বর ২০২৪

বন্দরে ড্রেজারের পাইপ স্থাপনে বাধা দেয়ায় হামলা 

বন্দরে সংকচিত রাস্তার উপর দিয়ে অবৈধ ড্রেজারের পাইপ স্থাপন কাজে বাধা দেওয়ার জের ধরে এলাকাবাসীর উপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষন করার অ়ভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা  পালিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।

তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া না গেলেও ওই সময় হামলাকারিরা প্রতিবাদকারি বৃদ্ধ রকিব (৫৫) ও রাসেল (৪২) কে লাঞ্চিত করে। ওই সময় বিক্ষুদ্ধ জনতা স্থানীয় মসজিদে ডাকাত পরেছে বলে মাইকিং করে উল্লেখিত সন্ত্রাসীদের ধাওয়া করলে প্রান রক্ষার্থে আশা বাহিনী সন্ত্রাসীরা পালিয়ে রক্ষা পায়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ বড় বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় উক্ত এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, গত ২ বছর ধরে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশাসহ তার সাঙ্গপাঙ্গরা নবীগঞ্জ বড় বাড়ি একমাত্র সংকচিত রাস্তাটি দখল করে অবৈধ ভাবে ড্রেজারের প্লাস্টিক পাইপ স্থাপন করে রাখে। বহু বছর ধরে অবৈধ ড্রেজারের পাইপ স্থাপনের কারনে এলাকাবাসী যাতায়াতের মারাত্মক প্রিতবন্ধকতা সৃষ্টি হয়। 

এর ধারাবাহিকতা গত শুক্রবার বিকেলে সাবেক কাউন্সিলর আশার লোকজন প্লাস্টিক পাইপ খুলে লোহার পাইপ লাগানোর সময় বড় বাড়ি এলাকার বৃদ্ধ রকিব ও রাসেল পাইপ স্থাপন কাজে বাধা প্রদান করলে ওই সময় সাবেক কাউন্সিলর আশার পালিত সন্ত্রাসী কবিলের মোড় এলাকার মৃত আমান সরদারের ছেলে স্থানীয় সন্ত্রাসী শাহীন আহাম্মেদ সৌরভ ও তার বড় ভাই রাজিব, ইস্পাহানী এলাকার আমান ও সয়মন নবীগঞ্জ বড়বাড়ী এলাকার কামরুজ্জামান মিয়ার ছেলে সুমন, বন্দর খেয়াঘাট সিএনজি ও অটো চালক সমিতির সভাপতি পাপ্পু, জিসান, সানী, আকাশ, হালিম ও আক্তারসহ ২০/২৫ জন সন্ত্রাসী আগ্নেঅস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলাকাবাসী উপর অতর্কিত হামলা চালায়। 

ওই সময় স্থানীয় সন্ত্রাসী সৌরভ এলাকায় আতংক সৃষ্টির জন্য তার কোমড়ে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এদিকে স্থানীয় এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষনা দিয়ে কাউছারের পালিত সন্ত্রাসীদের প্রতিহত করে। 

এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা সাথে তার ব্যক্তিগত  মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।