নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

 সচিবালয়ে অগ্নিকাণ্ডে জাতি উদ্বিগ্ন : এড. বরকত উল্লাহ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৪

 সচিবালয়ে অগ্নিকাণ্ডে জাতি উদ্বিগ্ন : এড. বরকত উল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আ্যডভোকেট বরকতউল্লাহ লতিফ বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড দেশের জনগণকে আতঙ্কিত এবং উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি বলেন, “সচিবালয় হলো দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু। এখানে গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এটি বাংলাদেশের সুরক্ষা ও স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেশের জনগণের মনে এমন প্রশ্ন জাগছে যে, আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা কতটা নিরাপদ।”

শক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুর পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ২৩নং ওয়ার্ড শাখার আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ২৩নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কন্ট্রাকটর ও কর্মকর্তাদের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ ব্যক্তি অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে, তবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে। দেশকে দুর্নীতিমুক্ত রাখতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি কাউছার বাঙালি।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বর্তমান এবং সাবেক দাযয়িত্বশীল ব্যক্তিবর্গ।