নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪

বন্দরে ফরাজিকান্দা বড় জামে মসজিদ কমিটির সভাপতি খালিদ আর নেই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৩, ২০ ডিসেম্বর ২০২৪

বন্দরে ফরাজিকান্দা বড় জামে মসজিদ কমিটির সভাপতি খালিদ আর নেই

বন্দরে ফরাজিকান্দা বড় জামে মসজিদ কমিটির সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খালিদ বিন আনিছ আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৫৪ বছর। মরহুম খালিদ বিন আনিছ  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ফরাজিকান্দা এলাকার মরহুম বীরমুক্তিযোদ্ধা ডাঃ আনিছুজ্জামানের ছেলে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের নামাজের জানাযা শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুম্মা ফরাজিকান্দা বড় জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

মরহুমের নামাজের জানাযা স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন। 
 

সম্পর্কিত বিষয়: