বন্দরে অটো রিকশা ও এক প্রবাসীর টাকা লুট সহ পৃথক দুইটি ঘটনায় ৪ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কামতাল ও দাশেরগাঁও এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারীরা হলো- পারভেজ ওরফে নয়ন(২২),শফরউদ্দিন (১৯), ফিরোজ(৩৬) ও নুর ইসলাম (৪০)। আটককৃতদের বুধবার (১১ ডিসেম্বর) দুপরে আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশের তথ্য সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার ধামগড় ইউপির শ্রীরামপুর গ্রামের আফজাল সরকারের ছেলে সিয়াম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলার বেলপাড়া স্ট্যান্ডে অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন।
ওই সময় মাহমুদুল হাসান নামের পূর্ব পরিচিত এক ব্যক্তি ৩ শ ৫০ টাকায় ভাড়ায় দাসেরগাঁও এলাকায় আনেন। দাসেরগাঁও পৌঁছানোর আগ মুহুর্তে ছিটকিতলা পৌঁছালে ৫/৬ জন ছিনতাইকারী অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। এসময় চালক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় অটোরিকশা চালক সিয়াম বাদী বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে বিদেশ ফেরত এক প্রবাসী সিএনজি যোগে নিজ বাড়ি সোনারগাঁও যাচ্ছিল। রাত দেড় টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মালিবাগ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা প্রবাসীকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ছিনতাইকারীরা ওই সিএনজি দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী ধাওয়া করে কামতাল গ্রামবাসীর সহায়তায় সোনারগাঁও উপজেলার পশ্চিম বেহাকৈর গ্রামের মৃত আলী আকবরের ছেলে নুর ইসলাম(৪০) নামের এক ছিনতাইকারীকে আটক করে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করেছেন।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা কর্তৃক আটক একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।