বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেছে আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ ই ড. আবদেলওয়াহাব সায়দানিসহ ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় বন্দর থানার মাহামুদনগরস্থ উল্লেখিত প্রতিষ্ঠান তিনি পরিদর্শনে আসলে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে আলজেরিয়াএইচ ই ড. আবদেলওয়াহাব সায়দানিসহ প্রতিনিধি দল কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. এর নব নির্মিত ৩৫ টি বানিজ্যিক ড্রেজার জলযান প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি বিষয়ে তাকে অবহিত করা হয়।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এম ডি ইঞ্জিনিয়ার মো. রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, কর্ণফুলী শিপ বিল্ডার্স'র লি. নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল ও কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ম্যানেজার মো. মহসিন প্রমুখ।
রাষ্ট্রদূত কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড'র উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে মতবিনিময় সভা শেষে সাড়ে বিকেল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।