বন্দরে নিউ দরবার হোসিয়ারি কারখানায় দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে কারাখানা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২টি ওভার লক মেশিন, ২টি প্লেন মেশিন, ২টি ওভার লক মোটর ও ১টি ডিজিটাল ৩০০ কেঁজী মাপার স্কেল চুরি করে নিয়ে প্রায় ৮০ হাজার টাকা ক্ষতিসাধন করে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টায় বন্দর থানার মদনগঞ্জ তারা ভবন সংলগ্ন গাউস দরবার শরীফের বাড়ি সামনে এ চুরির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে হোসিয়ারি মালিক বকুল মিয়া বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বাবু ও মোকলেসকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ তারা ভবনস্থ গাউস দরবার শরীফ এলাকার মৃত আব্দুল হামিদ বেপারী ছেলে বকুল মিয়া দীর্ঘ দিন ধরে উল্লেখিত স্থানে হোসিয়ারি ব্যবসা করে আসছিল।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ৩টায় অজ্ঞাত নামা চোরের দল কৌশলে কারাখানা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মেশিনারিজ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
চুরি ঘটনার পূর্বে সোমবার রাত ১২টার দিকে বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে বাবু ও একই এলাকার মৃত আব্দুল আলী মিয়ার ছেলে মোকলেসসহ অজ্ঞাত নামা২/৩ জন চোর আমার কারখানার সামনে অযথা ঘুরাফেরা করতে দেখা গেছে।
উল্লেখিত বাবু ও মোকলেছ এলাকায় চিহিৃত চোর হিসেবে পরিচিতি রয়েছে। অভিযোগ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।