নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ জানুয়ারি ২০২৫

বন্দরে সন্ত্রাসী সম্রাটকে পুলিশে দিলো জনতা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৩, ১৫ নভেম্বর ২০২৪

বন্দরে সন্ত্রাসী সম্রাটকে পুলিশে দিলো জনতা 

বন্দরে  মাদক বিক্রি ও চোরাইকৃত অটোগাড়ী  ব্যবসা করতে বাধা দেওয়ার জের ধরে  ৩ সহদোরসহ ৫ জন আহতের মামলায় স্থানীয় জনতা হামলাকারী সন্ত্রাসী সম্রাট (২৮) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকা থেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত সন্ত্রাসী সম্রাট বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার উজ্জল মিয়ার ছেলে। আটককৃত সন্ত্রাসীকে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর থানার দড়ি সোনাকান্দা মোড়ে  এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত সুমনের স্ত্রী হাফেজা আক্তার বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই রাতে হামলাকারি সন্ত্রাসী উজ্জল, রুহুল, সম্রাট, আলিফ ও সুমনসহ অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩(১১)২৪ ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড-১৮৬০।

মামলার তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার আশাবুদ্দিন মিয়ার ছেলে উজ্জ্বল ও তার দুই সন্ত্রাসী ছেলে রুহুল ও সম্রাট দীর্ঘ দিন ধরে থানার দড়ি সোনাকান্দা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা এমনকি চোরাইকৃত অটোগাড়ী ক্রয় বিক্রি করে আসছিল।

এর ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যা ৭টায় উল্লেখিত মাদক ব্যবসায়ীদের সাথে  তুচ্ছ বিষয় নিয়ে  দড়ি সোনাকান্দা এলাকার ভাড়াটিয়া মাইক্রোবাস চালক সুলতান মিয়ার সাথে কথা কাটাকাট হয়। এক পর্যায়ে উল্লেখিত পিতা/পুত্র ক্ষিপ্ত হয়ে মাইক্রোবাস চালককে বেদম ভাবে পিটিয়ে আহত করলে এ ঘটনায়  সোনাকান্দা এলাকার আরমান ও সুমন নামে ২ যুবক  প্রতিবাদ করে।

ওই সময় দড়ি সোনাকান্দা এলাকার আশাবুদ্দিন মিয়ার  ছেলে উজ্জল ও  তার দুই সন্ত্রাসী  ছেলে রুহুল ও সম্রাট একই এলাকার সুমন মিয়ার ছেলে আলিফ ও আশাবুদ্দিন মিয়ার ছেলে সুমনসহ অজ্ঞাতনামা ৫/৭ জন চোরা কারবারি ও মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে  সুমন ও আরমানের উপর অতর্কিত হামলা চালায়।

ওই সময় হামলাকারিরা সুমন ও আরমানকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে বেদম ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।  আহতদের চিৎকার শুনে সুমনের বড় ভাই রিপন ও ছোট ভাই রাজু তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় হামলাকারিরা তাদেরকে বেদম ভাবে কুপিয়ে জখম করে একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে আহত রাজু অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এলাকাবাসী তথ্য সূত্রে আরো জানাগেছে ,  হামলাকারিরা খুব খারাপ প্রকৃতির লোক। তারা দীর্ঘ দিন ধরে  এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা ও চোরাইকৃত অটোগাড়ীর রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। এলাকায় মাদক ও চোরাই অটোগাড়ী ব্যবসাবন্ধসহ সন্ত্রাসী পিতা/পুত্র ও তাদের সাঙ্গপাঙ্গদের অনৈতিক কর্মকান্ডের সুষ্ঠ তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।